ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

ফখরুদ্দিন বিরিয়ানি হাউসকে ৫ লাখ টাকা জরিমানা [ভিডিও] 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০১, ২ জুন ২০১৮

মেয়াদোত্তীর্ণ টোস্ট বিস্কুটে খাবার তৈরির জন্য ফখরুদ্দিন বিরিয়ানি হাউসকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এছাড়া রাজধানীর শান্তিনগর বাজারে অভিযান চালিয়ে বাড়তি দামে ফ্রিজের মাংস বিক্রির দায়ে ৬ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

ছুটির দিন শুক্রবার সকালে রাজধানীর শান্তিনগর বাজারে শুরু হয় র‌্যাব ও বিএসটিআইয়ের যৌথ অভিযান।

নির্বাহি ম্যাজিস্টেট সারোয়ার আলমের ভ্রাম্যমান আদালত মাংসের দোকানগুলো বাড়তি দামে ফ্রিজে রাখা মাংস বিক্রি করার প্রমাণ পায়।

হাড় ও চর্বি ছাড়া মাংস বেশি দামে বিক্রির কথা স্বীকারও করেন বিক্রেতারা। ক্রেতারাও জানান ব্যবসায়ীদের কাছে অসহায় তারা।

এর পর তারা দৃষ্টি দেন কাঁচা বাজারে। কিছু দোকানে বেশি দামে বেচা-বিক্রি হতে দেখেন। তাদের সাবধান করে দেন ম্যাজিস্ট্রেট।

এরপর ভ্রাম্যমান আদালত যায় মসলা গুড়া কররার কাখানায়। সেখানেও কিছু অনিয়ম ধরা পড়ে তাদের চোখে। ক্ষমা চাওয়ায় কারখানা মালিককে সতর্ক করা হয়। 

এবার আদালতের দৃষ্টি বিস্কুট গুড়া করার কারখানায়। চোখের সামনেই মিললো মেয়াদোত্তীর্ণ বিস্কুট। পরীক্ষায় দেখা গেলো বিস্কুটে পড়েছে ছত্রাক।

কারখানা মালিক জানান, বিস্কুটের গুড়া যায় ফখরুদ্দিন বিরিয়ানি হাউসে। সেখান থেকে ভ্রাম্যমান আদালত যায় ফখরুদ্দিন বিরিয়ানীর বেইলি রোড়ের রান্নাঘরে। হাতেনাতে প্রমাণও মেলে। জরিমানা করা হয় ৫লাখ টাকা।

পরে ফখরুদ্দিন বিরিয়ানির ম্যানেজার জানান, ভবিষ্যতে তারা সতর্ক থাকবেন।

ভিডিও: 

এসি 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি